মেজর সিনহা হত্যা: শিপ্রা দেবনাথের জামিন

মেজর সিনহা হত্যা: শিপ্রা দেবনাথের জামিন

ক্যাম্পাস টুডে ডেস্ক


পুলিশের গুলিতে নিহত মেজর সিনহার সহযোগী শিপ্রা দেবনাথের জামিন মঞ্জুর হয়েছে। পুলিশের করা মাদক মামলায় আটক করা হয়েছিল শিপ্রাকে।

এদিকে একই মামলায় সিনহার অপর সহযোগী সাহেদুল ইসলাম সিফাতের জামিনের শুনানি শেষ, আদেশ কাল।

পুলিশের গুলিতে মৃত্যু হওয়া মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের দুই সহযোগী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ও চলচ্চিত্রকর্মী সাহেদুল ইসলাম সিফাত এবং শিপ্রা দেবনাথ ঘটনার দিন তার সঙ্গেই ছিলেন।

প্রসঙ্গত, গত শুক্রবার কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। একে সরাসরি হত্যাকাণ্ড বলে দাবি করছেন সিনহার স্বজনরা। সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেয়ার পর বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করছিলেন মেজর সিনহা রাশেদ।

ভ্রমণ বিষয়ক একটি ইউটিউব চ্যানেল বানানোর কাজও চলছিলো তার। এরই অংশ হিসেবে সিনহা কক্সবাজারে ভিডিও তৈরির কাজে গিয়েছিলেন বলে জানায় তার পরিবার।

পরে পুলিশ দাবি করে, আত্মরক্ষার্থেই গুলি করা হয় রাশেদকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *