সোমবার, ০৫ জুন ২০২৩, ০৯:১৭ পূর্বাহ্ন

মেসির কান্নাভেজা বিদায়

  • আপডেট টাইম রবিবার, ৮ আগস্ট, ২০২১, ৫.৫৬ পিএম

খেলাধুলা টুডে: বার্সেলোনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় ছিলেন তিনি। ২১ বছরে ক্লাবটির হয়ে সব ধরনের ট্রফি জিতেছেন। গড়েছেন একের পর এক রেকর্ড। তিনি ক্লাবটিতে থাকতেও চেয়েছিলেন। কিন্তু লা লিগার আইনের কারণে তাকে বার্সা ছাড়তে হচ্ছে।

ক্যারিয়ারের গোধূলিতে থাকা মেসি মাঠ ও মাঠের বাইরে অসম্ভব ভদ্র এবং বিনয়ী একজন মানুষ। তারকা ফুটবলাররা বেপরোয়া জীবনযাপন করলেও মেসি ছিলেন ব্যতিক্রম। তার জীবনে ছিল তার পরিবার আর ফুটবল।

বার্সেলোনার হয়ে শেষ সংবাদ সম্মেলনে এসে মেসি বললেন, লোকে তাকে বিনয়ী হিসেবেই মনে রাখুক।

এক প্রশ্নের জবাবে আর্জেন্টিনার সুপারস্টার বলেন, ‘বিনয়ী থেকে, সবাইকে সম্মান দেখিয়েই আমি এই ক্লাবে বেড়ে উঠেছি। সবসময় চাইব মানুষ আমাকে সেভাবেই মনে রাখুক। পাশাপাশি মাঠে যা করেছি সে কারণেও মনে রাখুক। জীবনের এতগুলো বছর এখানে কাটানোর পর আমার জন্য আজকের দিনটা অনেক বেশি কঠিন।’

বার্সা এবং মেসি উভয় পক্ষ রাজি থাকলেও লা লিগার আইনের কারণে এই বিচ্ছেদ ঘটল। লা লিগা সভাপতি হাভিয়ের তেবেসের বিরুদ্ধে কোনো রাগ আছে কিনা- এমন প্রশ্নে মেসি বলেন, ‘আমি শুধু জানি লা লিগার কারণে এটা সম্ভব হয়নি, ক্লাবের দেনার কারণে সম্ভব হয়নি। ক্লাবের পক্ষে দেনা আর বাড়ানো সম্ভব নয়। তেবাসের ব্যাপারে আমার কিছু বলার নেই, তার সঙ্গে আমার দেখা হয়েছেই মাত্র কয়েকবার। প্রতিবারই আলোচনাগুলো বন্ধুত্বপূর্ণই ছিল। তেবাসের সঙ্গে আমার কোনো বিবাদ নেই।’

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today