সারাদেশ টুডেঃ মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার দায়ে কুমিল্লার চান্দিনায় এক বাবাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আলী আশরাফ নামের ওই বাবা উপজেলার গল্লাই ইউনিয়নের পাঁচধারা গ্রামের বাসিন্দা।
সোমবার (১৪ অক্টোবর) চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ এ আদেশ দেন।
এ ব্যাপারে স্নেহাশীষ দাশ জানান, “বয়স না হওয়া সত্ত্বেও রবিবার সকালে মেয়ের বিয়ে দিচ্ছিল আলী আশরাফ। তাকে নিষেধ করা হয়েছিল। তা অমান্য করে আশরাফ মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়। পরে সোমবার সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম ও পুলিশ পাঠিয়ে তাকে ধরে আনা হয়। নিজের দোষ স্বীকার করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”
স্নেহাশীষ দাশ আরও বলেন, “বাল্যবিয়ের বিষয়ে চান্দিনার কাউকে কোনও ছাড় দেওয়া হবে না।”
দ্য ক্যাম্পাস টুডে।
সংবাদটি শেয়ার করুন