‘যত্রতত্র অনার্স খুলে শিক্ষিত বেকার তৈরি করছি’

‘যত্রতত্র অনার্স খুলে শিক্ষিত বেকার তৈরি করছি’

ক্যাম্পাস টুডে ডেস্ক


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, “যত্রতত্র অনার্স খুলে আমরা শিক্ষিত বেকার তৈরি করে ফেলেছি। আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না।”

০৯জানুয়ারি, বৃহস্পতিবার ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি আলতাফ আহমেদ সভাপতিত্ব করেন।

সম্মেলনটি রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে শিক্ষা প্রকৌশল অধিদফতরে (ইইডি) অনুষ্ঠিত হয়।

সম্মেলনে শিক্ষামন্ত্রী আরো বলেন, “৪র্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী আমাদের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে। প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে কাজ করছে সরকার। পলিটেকনিক ইন্সটিটিউটগুলোকে আরো উন্নত করার কাজ করছে সরকার। পলিটেকনিক ইন্সটিটিউটগুলোর শিক্ষক সংকট দূরীকরণে শিগগিরই ৭ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *