যাত্রাবাড়ীতে বিশ্ববিদ্যালয়ের জাল সনদ তৈরির অভিযোগে এক সদস্য গ্রেফতার

যাত্রাবাড়ীতে বিশ্ববিদ্যালয়ের জাল সনদ তৈরির অভিযোগে এক সদস্য গ্রেফতার

ক্যাম্পাস টুডে ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ থেকে জাল সনদ তৈরি চক্রের একজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার র্যাব-১০ এর একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মফিজুর চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা।

সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক মুন্সির নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮টি ভুয়া সার্টিফিকেট, ১৩টি জাতীয় পরিচয়পত্র, কম্পিউটারের একটি সিপিইউ, একটি মনিটর, একটি প্রিন্টার, একটি স্ক্যানার, একটি মাউস, একটি কী বোর্ড, একটি মোবাইল ফোনসেট ও নগদ ৩০ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মফিজুর জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরির সঙ্গে জড়িত। এছাড়া টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদ, ভোটার আইডি কার্ড, প্রশংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদ তৈরি করে থাকেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *