যে পথ শুধুই আমার || কাজী আদম

যে পথ শুধুই আমার || কাজী আদম

যে পথ শুধুই আমার
কাজী আদম



এই তো সেই পথ,
যে পথ বহু যান্ত্রিক নগরী ঘুরে এসে থমকে গিয়েছে তোমার গৃহকোণে।
এই তো সেই পথ,
যে পথ দিয়ে আমি বহুবার হেঁটেছি দেখা করতে তোমার সনে।

এই তো সেই পথ,
যে পথের শেষ কোণে নীল আকাশ মিলিয়েছে তার মৃদু বুক।
এই তো সেই পথ,
যে পথের জন্য হাজার জনতা ছিল উৎসুক।

যে পথের বুকে হেঁটে গিয়েছে হাজারও প্রেম-পিয়াসী মানব-মানবী,
যে পথ মিলেছে তোমার হৃদয়পটে,
যে পথ থমকে গিয়েছে তোমার গৃহকোণে,
যে পথ শুধুই আমার,যে পথের প্রতি শুধু রয়েছে আমার দাবি ।

এই তো সেই পথ,যে পথের দাবিতে তরুণ প্রেমিকের দল করেছিল মিছিল,জ্বালিয়ে ছিল অগ্নি-মশাল,
যে পথের মালিক শুধুই আমি,
যে পথের প্রতি থাকবে আমার দাবি চিরকাল!

কারণ এই পথ মিলেছে তোমার গৃহে,
এই পথ দিয়েই তুমি হেঁটে এসেছিলে আমার প্রেমের আঙ্গিনায়,
এই পথের প্রতি রয়েছে আমার আত্মার-টান,
এই পথের শোকে!
পাথর হয়ে আমার হৃদয় থাকে কষ্ট যাতনায়।

এই তো সেই পথ,
যে পথের মোড়ে গাছের ডালে বাসা বেঁধেছে বার-মাসি বসন্তদূত,
যে পথের প্রতি সকলের রয়েছে গুপ্ত প্রণয়ের মায়া,
যে পথের টানে নরক-পাড়া হতে বারবার ফিরে আসে কিছু সাবেক প্রেমিক ভূত।

যে পথের মালিক আমি,
যে পথের আমি’ই একমাত্র দূত।

এই তো সেই পথ,
যে পথে এসে হারিয়ে ছিলে তুমি,
যে পথের চরণে আজও আমি হতভাগা প্রেমিক চুমি।
এই তো সেই পথ,
যে পথ তোমার বিরহে হয়েছে- মহাকালের পথ।

যে পথে শেষ বার এসে বলেছিলে কোথায় আমার মহাপুরুষ,
কোথায় তুমি?
এই পথ তোমার পথ,
এই পথ মহাকালের পথ,
যে পথ শুধুই আমার,একান্তই আমার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *