যৌক্তিক দাবি আদায়ে নীল দলের পূর্নাঙ্গ প্যানেল ও ইশতেহার ঘোষণা

যৌক্তিক দাবি আদায়ে নীল দলের পূর্নাঙ্গ প্যানেল ও ইশতেহার ঘোষণা

নোবিপ্রবি টুডেঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২০ এর নির্বাচনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ পূর্ণ প্যানেল ঘোষণা করেছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নীল দলের আহ্বায়ক ড. ফিরোজ আহমেদ নীল দলের প্যানেল ঘোষণা করেন।

এতে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মো. বাহাদুরকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রহমানকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়।

এছাড়া প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন—সহসভাপতি ড. মো. আনিসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ ড. মো. শহীদ সারোয়ার, প্রচার সম্পাদক ড. আরাধন সরকার, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. মুহাইমিনুল ইসলাম সেলিম।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন—ড. ফিরোজ আহমেদ, তনিমা সরকার, এ কিউ এম সালাউদ্দীন পাঠান, সাহানা রহমান।

প্রসঙ্গত, আগামী ১৩ ডিসেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হবে।


নির্বাচনী অঙ্গীকারসমূহ


১) সকল অস্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষকের চাকরি স্বল্পতম সময়ের মধ্যে স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ করা;

২) আপগ্রেডেশনসহ শিক্ষকদের যেকোনো প্রাপ্য যথাসময়ে নিশ্চিত করা;

৩) দ্রুততম সময়ের মধ্যে পারিতোষিক প্রদান নিশ্চিত করা;

৪) সরকারি পেনশননীতির সকল সুবিধা অন্তর্ভূক্ত করাসহ পেনশন নীতিমালা চূড়ান্ত করা;

৫) ক্যাফেটেরিয়া, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা;

৬) ক্যাম্পাসে দ্রুততম সময়ের মধ্যে ডে-কেয়ার সেন্টার স্থাপন করা;

৭) গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করাসহ অত্যাধুনিক যস্ত্রপাতি সমৃদ্ধ উন্নত গবেষণাগার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা;

৮) সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক, প্রতিটি ধাপে পদোন্নতি এবং আপগ্রেডেশন নীতিমালা তুলনামূলক সহজ করা| একই সাথে সহকারী অধ্যাপকের মতো সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে যোগ্যতা অর্জনের দিন থেকে কার্যকরের ব্যবস্থা করা;

৯) দেশে ও বিদেশে শিক্ষকদের প্রশিক্ষণ, কনফারেন্সে অংশগ্রহণ ও উচ্চতর গবেষণা করার সুযোগ বৃদ্ধি করা;

১০) সুন্দর ও পরিচ্ছন্ন কর্মপরিবেশ নিশ্চিত করা;

১১) GRE, GMAT, IELTS এবং TOFEL -এ সন্তোষজনক নাম্বার পাওয়া সাপেক্ষে রেজিস্ট্রেশন ফি ফেরত প্রদান করা;

১২) পরিবহন সুবিধা বৃদ্ধি করা;

১৩) অনুষদ ভিত্তিক জার্নাল প্রকাশের ব্যবস্থা করা;

১৪) Impact Factor সমৃদ্ধ স্বীকৃত জার্নালে গবেষণাপত্র প্রকাশ সাপেক্ষে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা;

১৪) শিক্ষকদের আবাসন সমস্যা সমাধানে স্টুডিও অ্যাপার্টমেন্ট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা;

১৫) দ্রুততম সময়ের মধ্যে নোবিপ্রবি ক্যাম্পাস ডিজিটালাইজেশন-এর উদ্যোগ গ্রহণ করা;

১৬) বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের নিমিত্তে নোয়াখালী অঞ্চলের বীর শহিদদের স্মরণের স্বীকৃতিস্বরূপ ভবন বা স্থাপনার নামকরণ করা;

১৭) সর্বোপরি শিক্ষকদের সকল যৌক্তিক দাবি পূরণের লক্ষ্যে সর্বদা সচেষ্ট থাকা ও শিক্ষকদের যথাযথ সম্মান নিশ্চিত করা;



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের নোবিপ্রবি প্রতিনিধি মাইনুদ্দিন পাঠান।



সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *