বিনোদন টুডে
ক্রিকেট বিশ্বের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। আগামী বছরের শুরুতেই এ দম্পতির সংসারে আসছে নতুন অতিথি।
কিন্তু নতুন তথ্য জনা যাচ্ছে গুগল থেকে। কেউ গুগল সার্চবারে ইংরেজিতে ‘রশিদ খান ওয়াইফ (rashid khan wife)’ লিখে সার্চ বাটনে ক্লিক করলেই চলে আসছে আনুশকা নাম।
২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আড্ডায় রশিদ খান বলেন তার প্রিয় অভিনেত্রী আনুশকা। এটা ঘিরে অনেক সংবাদ প্রকাশিত হয় অনলাইন পোর্টালগুলোতে।এজন্য গুগলের অটোমেটিক অ্যাএলগরিদম এই নিউজ করেছে।
উত্তর রয়েছে প্রযুক্তিগত ত্রুটিতে।তবে শিগগিরই এই ত্রুটি সামলে নেবে গুগল- এমনটাই আশা সকলের।