রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক করোনায় আক্রান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক করোনায় আক্রান্ত

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের এক শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক লুৎফর বলেন, আক্রান্ত রসায়ন বিভাগের ওই অধ্যাপক হার্টের সমস্যাজনিত কারনে গত বুধবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে যান। তখন চিকিৎসক করোনা টেস্ট করার জন্য তার নমুনা সংগ্রহ করেন। পরে বৃহস্পতিবার রাতে রিপোর্ট পজিটিভ আসে।

প্রক্টর আরো বলেন, আক্রান্ত সেই শিক্ষকের করোনার তেমন কোনো উপসর্গ নেই। এমনিতে ভালো আছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি দেখভাল করার জন্য রাজশাহীর সিভিল সার্জনকে জানিয়েছে। এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাকেও জানিয়েছে। বর্তমানে তিনি রাবির পশ্চিম পাড়ার নিজ কোয়ার্টারে থেকে চিকিৎসা পরামর্শ নিচ্ছেন।

প্রসঙ্গত, এর আগে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী ও তাঁর বাবা করোনায় আক্রান্ত হন। এবং ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী করোনায় আক্রান্ত হন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *