রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু মঙ্গলবার

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু মঙ্গলবার

ওয়াসিফ রিয়াদ, রাবি প্রতিনিধি


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী (২১ জানুয়ারি) মঙ্গলবার। এছাড়া শীতের ছুটি শেষে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে আগামী (১৯ জানুয়ারি) রোববার থেকে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

আসলাম হোসেন বলেন, ইতিমধ্যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সকল ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এদিন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে তাদের পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হবে।

এদিকে ক্যাম্পাসে আসতে শুরু করেছে নবীণ শিক্ষার্থীরা। এতে করে ক্যাম্পাস হয়ে উঠেছে কোলাহলপূর্ণ। নতুনদের আগমনে ক্যাম্পাসে ফিরে এসেছে সজীবতা। বন্ধু, সিনিয়র-জুনিয়র মিলে পূণরায় মেতে উঠেছে আড্ডায়।

ছুটির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার জানান, ১২ দিনের শীতকালীন ছুটি শেষে ক্যাম্পাস খুলছে আগামী ১৯ জানুয়ারি। ৫ জানুয়ারি রোববার থেকে ছুটি শুরু হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় কার্যত তিন জানুয়ারি শুক্রবার থেকেই ছুটি শুরু হয়েছিল।

অন্যদিকে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ছুটি শেষ হলেও দুই দিনের সাপ্তাহিক ছুটির কারণে ক্লাস পরীক্ষাসমূহ শুরু হবে ১৯ জানুয়ারি রোববার থেকে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *