রাবিতে র‌্যাগিং ও মাদকবিরোধী কমিটি গঠন

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :
মুজিববর্ষে রাবির কৃতী শিক্ষার্থীরা পাবে 'বঙ্গবন্ধু স্বর্ণপদক'

ওয়াসিফ রিয়াদ, রাবি প্রতিনিধি


বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি’র) নির্দেশক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘র‌্যাগিং ও মাদক বিরোধী’কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালেয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে আহ্বায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। রবিবার বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এ কমিটি গঠন করেন। এদিকে র‌্যাগিং প্রতিরোধে প্রক্টর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাগিং একটি সামাজিক অপরাধ। এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্ন এবং র‌্যাগিং-এর শিকার শিক্ষার্থীদের মানসিক সমস্যার সৃষ্টি হয়। তাই বিশ্ববিদ্যালয়ে কোনো র‌্যাগিং করা যাবে না। র‌্যাগিং করলে বা উদ্বুদ্ধ করার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়গুলোতে র‌্যাগিং ও মাদক প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কমিটি গঠন করেছে। কমিটি র‌্যাগিং ও মাদক প্রতিরোধে সোচ্চার থাকবে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds