রাবি অধ্যাপক গোলাম ফারুক আর নেই

রাবি অধ্যাপক গোলাম ফারুক আর নেই

ওয়াসিফ রিয়াদ, রাবি প্রতিনিধি


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক মো. গোলাম ফারুক (৬২) আর নেই। গত বুধবার বিকেলে ঢাকায় স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুরে ও বৃহস্পতিবার সকালে রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ শেরপুর জেলার মুন্সিরচরে (পারিবারিক গোরস্থান) দাফন করা হয়।

অধ্যাপক গোলাম ফারুকের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এবং উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তঁারা বাংলাদেশে চারু ও কারুকলা বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় প্রফেসর ফারুকের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

তিনি একাধারে রাবি চারুকলা বিভাগের সভাপতি ও দীর্ঘদিন রাজশাহী আর্ট কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। দেশ-বিদেশে তার চিত্রকর্মের অসংখ্যক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় পুরস্কার অর্জন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *