শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:১৫ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯, ৭.০৬ পিএম

জাতীয় টুডেঃ দেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সাধারণত প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে দেশে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

গত ২২ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক সফর করেন প্রধানমন্ত্রী। সেখানে জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগ দেন তিনি। এরপর চলতি মাসের ৩ থেকে ৬ অক্টোবর ভারত সফরে যান শেখ হাসিনা।

জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গা সঙ্কট নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সেখানে রোহিঙ্গা সঙ্কটে বিশ্বনেতাদের মনোযোগ আকর্ষণ করেন। এছাড়া ভারত সফরে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি ও সমঝোতায় স্বাক্ষর করেন তিনি।

দ্য ক্যাম্পাস টুডে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today