রাষ্ট্রপতি ৮ দিনের সফরে জাপান যাচ্ছেন রবিবার

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,

জাতীয় টুডেঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপান নতুন সম্রাট নারুহিতোর সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে যোগ দিতে ৮ দিনের সফরে রবিবার দুপুরে টোকিও যাচ্ছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, “রবিবার দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবদুল হামিদ জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।” চলতি মাসের ২৭ তারিখে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন প্রেস সচিব।

জয়নাল আবেদীন গণমাধ্যমকর্মীদের আরও জানান, ‘জাপানের সম্রাটের সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি অন্যান্য দেশের সরকার-রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করতে পারেন রাষ্ট্রপতি।’

উল্লেখ্য, নতুন সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি আবদুল হামিদ, সম্রাট এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দেওয়া ভোজে অংশ নেবেন।

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds