শহরের বাতাস স্তব্ধ, খবর আসেনা বহুদিন টেলিফোনে,
তুমি আর এসো না, তোমার আর আসারও প্রয়োজন নেই
তুমি আসবে ক্যানো?
তুমি তো চলে গিয়ে, না থেকেও থেকে গেছো; থাকা না থাকার সবটুকু জুড়ে!

পাতাবাহারের মত প্রেমিকার জন্য লিখি ব্যর্থ ফুলজন্মের গান……………
সে এক আহত ফুলের চিকিৎসা!
.
তোমার চোখের কৃষ্ণবিন্দুতে অদ্ভুত এক গভীর বিস্ময়ে আমি, “শুন্যতার চোখে, ভুল জন্মে; অবরুদ্ব কালে খুঁঁজি দিঘির মতো নির্জল চোখ!”
এ যেন তোমার দিকে জন্মান্ধের মত আলো ফুল কুড়াতে যাওয়া…….
আমাদের বিশুদ্ধ দূরত্ব জমে; দ্বিধা গুলো ভালবাসা হয়ে জমে না!
অন্ধকারে প্রশ্নজমা চোখ তুলে আর আলোফুল কুড়ানো হয়না!

.
বর্ণহীন সময়ের বাঁকে প্রজ্বলিত ভালবাসা-
পাতা ঝরার শব্দ শুনে নিঃসঙ্গতারও বোধোদয় হয় “এখন সময় হয়েছে থামার!”
আমার আর ঘর চেনা হলো না,আর ঘরে ফেরা হলো না!

তারপর একদিন ঘরের ছেলে ঘরে ফিরবে……….
পায়ে হেঁটে নয় বরং বন্ধ কফিনে শুয়ে!
মানুষ মরে গেলে আর কী ই বা রেখে যায় বলো?
আচ্ছা, কফিনে শুয়ে থাকা পবিত্র পাপের ভিতরও কি তুমি থেকে যাবে?
প্রথম জন্মের প্রথম আলিঙ্গনের মত শেষ আলিঙ্গনে………………..