রেকর্ড পরিমাণ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হলেও এমপিওভুক্ত হয়নি শিক্ষামন্ত্রীর প্রতিষ্ঠান

News Editor Avatar

ক্যাটাগরি :

শিক্ষাঙ্গন টুডেঃ- এবার এক সাথে রেকর্ড পরিমাণ (২ হাজার ৭৩০টি) নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। তবুও এ তালিকায় স্থান পায়নি চাঁদপুরে অবস্থিত শিক্ষামন্ত্রী ও তার ভাইয়ের গড়া শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ২৭ অক্টোবর রবিবার রাজধানীর ব্যানবেইস সংবাদ সম্মেলন কক্ষে বিষয়টি জানান।

দীপু মনি জানান, ‘আমরা রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে তালিকা তৈরি করেছি। আর আমার প্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা পূরণ করতে পারেনি। প্রতিষ্ঠানের রেজাল্ট অত্যন্ত ভালো হলেও শিক্ষার্থীর সংখ্যা কম ছিল। যার কারণে এমপিওভুক্তি হয়নি।’

দীপু মনি আরো বলেন, ‘মানসম্পন্ন শিক্ষা শুধু একটি বিষয়ের সঙ্গে জড়িত নয়। ধরেন আমি শিক্ষার অবকাঠামো দিলাম, শিক্ষকদের প্রশিক্ষণ দিলাম সবই করলাম তাহলে কি শিক্ষা মানসম্পন্ন হবে? সবকিছুর সঙ্গে শিক্ষকের আর্থিক নিরাপত্তাও জড়িত। আবার মনে করেন, শিক্ষকের আর্থিক নিরাপত্তা দিলাম কিন্তু অবকাঠামো দিলাম না, তাহলেও মানসম্মত শিক্ষা সম্ভব নয়।’

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds