“রোটারী ক্লাব অব ঢাকা স্টারস কতৃক বেসিক এডুকেশন এন্ড লিটারেসী সেমিনার”

“রোটারী ক্লাব অব ঢাকা স্টারস কতৃক বেসিক এডুকেশন এন্ড লিটারেসী সেমিনার”

ডিআইইউ প্রতিনিধি


সেবামূলক কার্যক্রম বাড়িয়ে রোটারিয়ানদের আরো বেশি সামাজিক দায়িত্ব পালনের তাগিদ দেয়া হয়েছে রোটারী ক্লাব অব ঢাকা স্টারস এর উদ্যোগে বেসিক এডুকেশন এ্যান্ড লিটারেসী শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।

রবিবার (৬ সেপ্টম্বর) সেমিনারটি অনুষ্ঠিত হয় স্থানীয় একটি হোটেলে। প্রধান অতিথি ছিলেন রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর মুহম্মদ রুবায়েত হোসেন, বিশেষ অতিথি ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকি।

সুবিধাবঞ্চিত মানুষকে শিক্ষার আলোয় নিয়ে আসার অংশ হিসেবে আয়োজন করা হয় এই সেমিনার। কল্যানমূলক কাজে একটি রোটারী ফাউন্ডেশন গড়ে তোলার বিষয়টিও উঠে আসে সেমিনারের আলোচনায়।

রোটারিয়ান খালেদ ফয়সাল রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনার এ অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিসেফ এর এডুকেশন এ্যান্ড চাইল্ড প্রটেকশন স্পেশালিস্ট মনিরা হাসান, বিজয় ডিজিটালের চিফ এক্সিকিটিভ অফিসার জেসমিন জুই সহ অনেকে ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *