রোদ মাখা হলুদ খামে

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

রোদ মাখা হলুদ খামে
তামিম হাসান


যদি আল্পস পর্বত হতে চিঠি আসে
আমার কাছে রোদমাখা হলুদ খামে ।

পড়ব আমি চুপটি করে
মেঘ পিয়ন যদি ডাকবাক্স হাতে
উড়ে আসে আমার শহরে
দেখব তাকে ল্যামপোস্টের আড়াল হতে।

বিরহে বিরহে কেটে তো
গেছে অনেকটা প্রহর।
অসংখ্য কবিতা রটিতে রয়েছি সাদা
পাতা আর কলমের পিছনে আজও…

দ্য ক্যাম্পাস টুডে

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet