র‌্যাগিং: পবিপ্রবির ১৫ শিক্ষার্থী বহিষ্কার

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

পবিপ্রবি টুডে


র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১৫ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল-১ এ ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের র‍্যাগিং দেয়ার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযোগে বহিষ্কারকৃত শিক্ষার্থীরা হলেন- কৃষি অনুষদের রমজান শেখ, মো. সামিউল আলম, মো. জাহাঙ্গীর আলম,মো. সিফাত হোসাইন, মো. খালিদ হাসান মিলু, রনি হোসাইন। মাৎস্যবিজ্ঞান অনুষদের এসকে সেফাতুল ইসলাম, মো. মোহতাসিম আরাফ ও সাকিব আহমেদ পার্থ। বিএএম অনুষদের মনিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, ভূইয়া মো. আবু সুফিয়ান ও মুক্তাদির আহমাদ। খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের মো. জায়াদুল হক মিয়াজী, মো. শাহীন।

এ বিষয়ে পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত (অতিরিক্ত দায়িত্ব) বলেন, “হল প্রোভোস্টরা অভিযুক্তদের গনরুমের মধ্যে ২০১৯-২০ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে র‍্যাগিং দেয়ার সময় হাতেনাতে ধরে ফেলেন। যার ফলে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদেরকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। জবাব পেলে বিবেচনা করা হবে; শাস্তি কমবে নাকি বাড়বে।”

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds