র‌্যাগিং: শাবিপ্রবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

র‌্যাগিং: শাবিপ্রবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ে জড়িত থাকায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

১৪ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

রাগিংয়ের ঘটনায় বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, শাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ বর্ষের মোহাম্মদ সোহেল রানা এবং ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী নাফি আনোয়ার সাদি ও নূর-ই-আলম সিদ্দিকী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, র‌্যাগিংয়ের সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ওই ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, ৯ ফেব্রুয়ারি (রবিবার) রাতে ২০১৯-২০ সেশনের ছাত্র মোস্তাকিম সাকিবকে সিলেট নগরের একটি মেসে ডেকে নিয়ে যায় ওই ৩ শিক্ষার্থী। ওই মেসে সাকিবকে র‌্যাগ দেন তাঁরা। পরে ভুক্তভোগী শিক্ষার্থী সাকিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *