লঞ্চ ডুবি: ১৩ ঘন্টা পর একজনকে জীবিত উদ্ধার
দীর্ঘ ১৩ ঘন্টা পর লঞ্চ এর ভিতর থেকে একজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
উদ্ধার হওয়া যাত্রী মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ির সুমন মিয়াকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এর আগে, আজ ২৯ জুন সকালে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি অর্ধ-শতাধিক জন যাত্রী নিয়ে ডুবে যায়।
উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যরা। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা টানা অভিযানে ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকাজ এখনও চলছে।
এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
এছাড়া, মৃত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা ও তাৎক্ষণিক ভাবে দাফন করা জন্য ১০ হাজার টাকা দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।