শতভাগ শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে নিবন্ধনের সময় বাড়ালো পবিপ্রবি

শতভাগ শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে নিবন্ধনের সময় বাড়ালো পবিপ্রবি

মোহাম্মদ ইমরান হোসেন
পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টিকার তথ্য দেয়ার সময়সীমা বেড়েছে।এর আগে প্রথম ধাপে মাত্র ৬০ ভাগ শিক্ষার্থী টিকার তথ্য পূরন করেছে বলে জানা গেছে ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ইমাদুল হক ফিরদাউছ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৮ ই জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে জানানো হয় তিন সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার কার্যক্রম শুরু হবে।

এরই প্রেক্ষিতে পবিপ্রবির বাকি শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসতে শিক্ষার্থীদের এই নোটিশ দেয়া হয়েছে।নোটিশে বলা হয় শিক্ষার্থী’র নাম,হলের নাম এবং এনআইডি নম্বরের তথ্য পূরন করে ১৭ ই জুনের মধ্যে রেজিস্ট্রার বরাবর প্রেরন করার জন্য।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে শিক্ষার্থীদের কাছ থেকে এই তথ্য গুলো চাওয়া হয়।

উল্লেখ্য শিক্ষার্থীদের শতভাগ টিকার আওতায় নিয়ে এসে হল এবং বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *