শব্দ থেকে আসা ১০-৪8তম বিসিএস প্রিলি প্রশ্নাবলি PDF সহ

শব্দ থেকে আসা ১০-৪8তম বিসিএস প্রিলি প্রশ্নাবলি PDF সহ

শব্দ থেকে আসা ১০-৪8তম বিসিএস প্রিলি প্রশ্নাবলি PDF সহ

১। ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে — পর্তুগিজ ভাষা থেকে। [১০তম]
২। কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে — পাকা পাকা আম। [১০তম]
৩। কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত — মাথা খাটিয়ে কাজ করবে। [১০তম]
৪। কোনটি তদ্ভব শব্দ — চাঁদ। [১০তম]
৫। বাংলাভাষা এ শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে — চা, চিনি। [১২তম]
৬। মৌলিক শব্দ কোনটি — গোলাপ। [১৪তম, ৩৭তম]
৭। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে — বালতি। [১৭তম]

৮। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় — তিন ভাগে। [১৮তম]
৯। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির —ননদ। [১৮তম]
১০। কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় — দাম। [১৮তম]
১১। ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’— এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ — ধ্বনাত্মক শব্দ। [২০তম]

১২। ‘যত বড় মুখ নয় তত বড় কথা’— এখানে ‘মুখ’ বলতে কী বুঝাচ্ছে — শক্তি। [২১তম]
১৩। ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ — পর্তুগিজ। [২৩তম]
১৪। ‘কাঁচি’ কোন ভাষার শব্দ —তুর্কি। [২৪তম (বাতিল)]
১৫। ‘বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে —ফারসি + ইংরেজি [২৪তম (বাতিল)]
১৬। কার মাথায় হাত বুলিয়েছ— এখানে ‘মাথা’ শব্দের অর্থ — ফাঁকি দেওয়া। [২৪তম]
১৭। ‘চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে — ফারসি + আরবি। [২৬তম]
১৮। কোন শব্দটি ফারসি — পেরেশান। [২৬তম] শব্দ থেকে আসা ১০-৪8তম বিসিএস প্রিলি প্রশ্নাবলি PDF সহ

১৯। কোনটির অর্থ পক্ব অর্থে প্রকাশ পায় — পাকা আম। [২৬তম]
২০। গ্রিক শব্দ কোনটি —দাম। [২৭তম]
২১। ‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে — তুর্কি। [৩২তম]
২২। কোনটি ইংরেজি শব্দ —কমা। [৩২তম]
২৩। কোনটি সাধিত শব্দ নয় —গোলাপ। [৩২তম]
২৪। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে — লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে। [৩৫তম]
২৫। কোন শব্দজোড় বিপরীতার্থক নয় —হৃষ্ট-পুষ্ট। [৩৫তম]।
২৬। ‘হেড-মৌলভী’ কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে — ইংরেজি + ফার্সি। [৩৬তম]
২৭ । কোনটি মৌলিক শব্দ — গোলাপ [৩৭তম]
২৮। ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ —– অর্ধ-তৎসম [৩৮তম]
২৯ । ‘বাবা’ কোন ভাষা থেকে আগত শব্দ —— তুর্কি [৩৮তম]
৩০ । ‘গির্জা’ কোন ভাষার অন্তর্গত শব্দ ——- পুর্তগিজ [৪০তম]
৩১ । ‘সমত্ত’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে —– সমর্থ [৪১তম]
৩২ । ‘বাবা’ কোন ভাষার অন্তর্গত শব্দ ——- তুর্কি [৪২তম]
৩৩ । ‘আসমান’ কোন ভাষা থেকে আগত —– ফারসি [৪৩তম]
৩৪ । নিচের কোনটি তৎসম শব্দ —— ধূলি [৪৪তম]
৩৫ । ‘হরতাল’ কোন ভাষা থেকে আগত —– গুজরাটি [৪৪তম]

Thanks : শব্দ থেকে আসা ১০-৪8তম বিসিএস প্রিলি প্রশ্নাবলি PDF সহ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *