শাহ আমানতে যাত্রীর লাগেজ থেকে ১৯ লাখ টাকার সিগারেট জব্দ

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,

ক্যাম্পাস টুডে ডেস্ক


চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ যাত্রীর লাগেজ থেকে প্রায় ১৮ লাখ ৯০ হাজার টাকা মূল্যে ৯৪৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুবাই ও শারজাহ থেকে আসা দুইটি ফ্লাইট থেকে এগুলো উদ্ধার করেছে এনএসআই।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি, দুবাই-শারজাহ থেকে সিগারেট আসছে এমন সংবাদে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ও এয়ার এরাবিয়ার জি৯-৫২৮ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি বাড়ানো হয়। এ সময় চট্টগ্রামের ফটিকছড়ির মো. আলতাফের কাছে ২৭০ কার্টন, ফেনীর ছাগলনাইয়ার মো. হানিফের কাছ থেকে ৩০ কার্টন,

একই এলাকার মো. মোরশেদুল আলমের কাছে ২৬৫ কার্টন, হাটহাজারীর মো. জামাল পাশার কাছে ২৬০ কার্টন, ও পটিয়ার মো. লোকমানের কাছে ১২০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। বাজার মূল্য প্রায় ১৮ লাখ ৯০ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet