শিক্ষক সমিতি নির্বাচনে নোবিপ্রবি স্বাধীনতা শিক্ষক পরিষদের ১৭ ইশতেহার

শিক্ষক সমিতি নির্বাচনে নোবিপ্রবি স্বাধীনতা শিক্ষক পরিষদের ১৭ ইশতেহার

নোবিপ্রবি টুডেঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২০ এর নির্বাচনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ পূর্ণ প্যানেল ঘোষণা করেছে।

বুধবার (১১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম মোস্তাফিজুর রহমান এই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন।

এতে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ড. আবদুল্লাহ আল মামুনকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের মো. শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়।

এছাড়া প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন—সহসভাপতি এন ইস্কান্দার শাহজাদা, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ ভৌমিক, কোষাধ্যক্ষ কৌশিক চন্দ্র হাওলাদার, প্রচার সম্পাদক শামীমা ইয়াসমিন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সুজিত চন্দ্র পাল।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন—আফসানা মৌসুমী, মো. মাসুম মিয়া, ওয়ালিউর রহমান আকন্দ বিপুল, মো. অহিদুর রহমান সুমন।

স্বাধীনতা শিক্ষক পরিষদের ইশতেহারসমূহ-

১. মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখা।

২. সকল শিক্ষকের জন্য বাৎসরিক গবেষণা ভাতা বৃদ্ধিকরণ, সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং গবেষণা সুবিধা বৃদ্ধিকল্পে বঙ্গবন্ধু গবেষণা কমপ্লেক্স প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা।

৩. শিক্ষক ক্লাব প্রতিষ্ঠাকরণ ও শিক্ষকদের জন্য ক্যাফেটেরিয়ার পূর্ণরূপ প্রতিষ্ঠায় কাজ করা।

৪. অস্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষকদের দ্রুততম সময়ের মধ্যে স্থায়ীকরণের পদক্ষেপ গ্রহণ করা এবং প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে যে শর্তে নিয়োগ পেয়েছেন, সেই শর্তে আপগ্রেডেশন নিশ্চিত করা।

৫. শিক্ষাছুটিকে ডেপুটেশন হিসেবে গণ্য করা এবং শিক্ষাছুটির সময় বৃদ্ধিকরণ।

৬. মহিলা শিক্ষকদের প্রার্থনা কক্ষের ব্যবস্থা করা।

৭. ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ।

৮. ঢাকাস্থ গেস্ট হাউসকে আবাসিক এলাকায় স্থানান্তর ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ।

৯. শিক্ষকদের আবাসন সুবিধা নিশ্চিতকরণে নতুন ডরমিটরি নির্মাণে উদ্যোগ নেয়া, চলমান কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে যৌক্তিক ভাড়া নির্ধারণের জন্য উদ্যোগ গ্রহণ করা।

১০. মানসম্মত শিক্ষা প্রদান ও গবেষণার উন্নয়নকল্পে শিক্ষকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা।

১১. সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে আপগ্রেডেশন নির্ধরিত দিন থেকে কার্যকর করার জন্য উদ্যোগ গ্রহণ।

১২. মৌলিক গবেষনার প্রনোদনা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ ভাতা ও পুরষ্কারের ব্যবস্থা করা।

১৩. কনফারেন্সে অংশগ্রহণের ক্ষেত্রে ১বারের সীমবদ্ধতা তুলে দিয়ে কনফারেন্সের জন্য ভাতা বাড়ানোর ব্যবস্থা করা।

১৪. ইন্টারনেট ও ইন্টারকম সুবিধা নিশ্চিত করার পাশাপাশি প্রত্যেক শিক্ষকদের জন্য একটি কম্পিউটারের ব্যবস্থা করা।

১৫. প্রশাসনিক অতিরিক্ত দায়িত্বের জন্য বিশেষ সুবিধাদি ও সম্মানী বৃদ্ধিকরণের ব্যবস্থা করা।

১৬. শিক্ষক সমিতির আয়োজনে রির্সাচ কনফারেন্স, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন করা।

১৭. পরিস্কার-পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব মাদক ও ইভটিজিংমুক্ত সবুজ ক্যাম্পাস গড়ে তোলা।

প্রসঙ্গত, আগামী ১৩ ডিসেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হবে।



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের নোবিপ্রবি প্রতিনিধি মাইনুদ্দিন পাঠান।



সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *