শিক্ষাপ্রতিষ্ঠান খুলে বাচ্চাদের মৃত্যুঝুঁকিতে ফেলতে পারি না: প্রধানমন্ত্রী

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : , ,

ক্যাম্পাস টুডে ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ঝুঁকিপূর্ণ হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে বাচ্চাদের মৃত্যুঝুঁকিতে ফেলতে পারি না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ও সংসদের ১০ম অধিবেশনের সমাপনী ভাষণে শেখ হাসিনা এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা বলা হচ্ছে। কিন্তু আমেরিকা-সহ অন্যান্য দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে তারা আবার বন্ধ করতে বাধ্য হয়েছে।

স্বপ্নের প্রকল্প : চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর

এ সময় করোনার সেকেন্ড ওয়েভের কথা জানিয়ে তিনি আরও বলেন, আমাদের দেশেও স্কুল খোলার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু করোনার সেকেন্ড ওয়েভ শুরু হওয়ায় ঝুঁকি বেড়ে গেছে। এ অবস্থায় স্কুল খুলে বাচ্চাদের ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারি না। করোনা সংক্রমণের ঝুঁকি থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী সকলকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন পুনরায় শুরু হয়। এর আগে বিরোধীদলের উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার যৌক্তিতা নেই মন্তব্য করে তা খুলে দেওয়ার প্রস্তাব করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds