শিক্ষার্থীদের হামলা থেকে বাঁচাতে শিক্ষকদের ব্যারিকেড

শিক্ষার্থীদের হামলা থেকে বাঁচাতে শিক্ষকদের ব্যারিকেড

জাবি টুডেঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগ দাবিতে আন্দোলন চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে বিপুল সংখ্যক পুলিশ। পুলিশের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের ব্যারিকেড ইতোমধ্যে আলোচনায় এসেছে।

বুধবার বিকেলে ভিসির বাসভবনের সামনে পুলিশের থেকে শিক্ষার্থীদের বাঁচাত শিক্ষকদের প্রাচীর তুলে দাঁড়াতে দেখা যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির ভিসির বাসভবননের সামনের অবস্থান নিয়েছে। বাসভবনে প্রবেশের গেইটে শতাধিক পুলিশ অবস্থান করছে। ব্যারিকেড দেয়া শিক্ষকরা পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে অবস্থান নিয়েছেন।

শিক্ষার্থীরা যাতে হামলার শিকার না হয় সেজন্য দুর্নীতির বিরুদ্ধে আহ্বায়ক অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক সাইদ ফেরদৌস, অধ্যাপক জামাল উদ্দিন রুনু, অধ্যাপক রায়হান রাইন এবং অধ্যাপক কামরুল আহসানসহ কয়েকজন শিক্ষক প্রাচীর তৈরি করে দাঁড়ান।

এসময় উপস্থিত শিক্ষার্থীরা জানান, এনারাই আমাদের শিক্ষক, এই ব্যারিকেড পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিরোধের দেয়াল।”

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *