শিক্ষার্থী হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থী হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়

ববি প্রতিনিধি


বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থী আমির হামজা ও তার পরিবারের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

‌গত ২৫ আগস্ট ২০২০ ইং তারিখে যশোরে মাদক ব্যবসার বিরোধিতা করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আমির হামজা ও তার পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা করা হয়। এতে তার পরিবারের প্রত্যেক সদস্য শারীরিকভাবে আহত হয় এবং উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানোর প্রয়োজন হয়। পরিবারের সদস্যদের পক্ষ থেকে এই ঘটনার দাবিতে মামলা করা হলেও দৃশ্যত আইনী কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এই মামলাকে সামনে রেখে এবং তার পরিবারকে উচ্ছেদ করতে বদ্ধপরিকর মাদকব্যবসায়ীরা পূণরায় তার ভাইয়ের উপর হামলা চালায় এবং মাথা ফাটিয়ে দেয়।

উক্ত ঘটনার তীব্র নিন্দাসহ বিচারের দাবিতে আজ ২৪সেপ্টেম্বর বিকাল ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মাহমুদুল হাসান তমালের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ‌আখতারুজ্জামান সিয়াম,‌আল আমিন হোসেন, ‌রাজু গাজী,‌আলমগীর হোসেন, ‌আলিসা মুনতাজ,‌সুজয় শুভ,‌খাজা আহমেদ প্রমুখ।

বক্তব্যে শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ যশোরের পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন,অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে শাস্তি নিশ্চিত কর‍তে হবে এবং আমির হামজার পরিবারের প্রত্যেক আহত সদস্যদের চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে।

এছাড়াও আগামী ৪৮ঘন্টার মধ্যে বিচার কার্যক্রম শুরু না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *