শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হলে স্ব-স্ব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হলে স্ব-স্ব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা

ডেস্ক রিপোর্ট


করোনার সংক্রমণের কারণে চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে হবে না। সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হলে স্ব-স্ব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করা হবে। এই মূল্যায়নের ভিত্তিতেই তাদের ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ করা হবে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই প্রস্তাবে অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং জ্যেষ্ঠ সচিব আকরাম-আল হোসেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, এই পরীক্ষা না নেয়ার জন্য কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ আকারে প্রস্তাব পাঠিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *