শিপিং রিপোর্টার্স ফোরামের কমিটি গঠন

thecampustodaycouc Avatar

ক্যাটাগরি :

সারাদেশ টুডে: নৌপরিবহন নিউজ সংক্রান্ত সাংবাদিকদের সংগঠন ‘শিপিং রিপোর্টার্স ফোরামের কমিটি গঠন করা হয়েছে। দৈনিক যুগান্তরের কাজী এমাদ উদ্দিন জেবেল কে সভাপতি এবং আমাদের সময়ের তাওহীদুল ইসলাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনের মাধ্যমে এসআরএফবি’র ২০১৯-২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এসআরএফবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি শফিকুল ইসলাম (এডুকেশন বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুমন (আগামী নিউজ ডটকম), সাংগঠনিক সম্পাদক মাহমুদ আকাশ (দৈনিক সংবাদ), অর্থ সম্পাদক গাজী শাহনেওয়াজ (প্রতিদিনের সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আফরিন জাহান (বিটিভি), দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাজী মাহফুজুর রহমান শুভ (দৈনিক জনতা)।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- রাশেদ আলী (ভোরের কাগজ), হরলাল রায় সাগর (দীপ্ত প্রত্যয়), কিশোর কুমার সরকার (যায়যায়দিন), মাহমুদ রাকিব (সময় টিভি)।

দ্য ক্যাম্পাস টুডে

 

 

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds