শিশুছাত্রীকে ‘ঘুষি’ মেরে নাক ফাটিয়ে রক্তাক্ত করলেন শিক্ষক

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,

সারাদেশ টুডে


ক্লাসরুমে দুষ্টুমি করায় এক শিশুছাত্রীকে ঘুষি মেরে নাক ফাটানোর অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ওই ছাত্রীর নাম হাফেজা বেগম (৭)। আহত ছাত্রী কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের জালাল উদ্দিনের মেয়ে।

রবিবার (১২ জানুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকূল নূরানী মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে।

আহত ছাত্রীর বাবা জানান, “সকালে মাদ্রাসায় যাওয়ার পর ক্লাসে দুষ্টুমি করার অপরাধে এক শিক্ষক ঘুষি মেরে আমার মেয়েকে আহত করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করাই। ঘুষিতে তার নাক ফেটে রক্ত বের হয় এবং চোখের নিচে থেঁতলে যায়।”

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী। তিনি বলেন, “ওই শিশুর বাবা আমাকে মারধরের ঘটনাটি জানালে আহত শিশুকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।”

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds