শেকৃবিতে মহাসমারোহে কৃষিবিদ দিবস পালিত

শেকৃবিতে মহাসমারোহে কৃষিবিদ দিবস পালিত

মাজেদুল ইসলাম

শেকৃবি প্রতিনিধি


রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে ‘কৃষিবিদ দিবস”পালন করা হয়েছে।আজ (১৩ ই ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক শহীদূর রশিদ ভূঁইয়া।পরে সকাল ১০.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।

এ সময় কৃষি অর্থনীতি, কৃষক, বর্তমান বাংলাদেশের কৃষি অবস্হা সহ কৃষির অগ্রগতি ও উন্নতি এবং কৃষির আধুনিকায়ন নিয়ে উপাচার্যসহ অন্যান্য শিক্ষকগণ সবার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এ সময় তারা বলেন,কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি।কৃষিই আবহমান কাল ধরে বাঙালী ও বাংলাদেশের সংস্কৃতির ধারক ও বাহক।

উল্লেখ্য,১৯৭৩ সালের ১৩ ই ফেব্রুয়ারী কৃষি গবেষণা ও সম্প্রসারণের গুরুদায়িত্ব পালনকারী কৃষিবিদদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম শ্রেণির মর্যাদা প্রদান করেন। ২০১১ সাল থেকে দিনটি “কৃষিবিদ দিবস” হিসেবে পালিত হচ্ছে।এছাড়াও,কৃষিবিদদের হাত ধরে বাংলার কৃষকরা এখন খাদ্যশস্য উৎপাদনে বিশ্বের বুকে রোল মডেল হিসেবে গৌরব অর্জন করছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *