সত্যের নিশানা উড়িয়ে

সত্যের নিশানা উড়িয়ে

সত্যের নিশানা উড়িয়ে
শাফিউর কায়েস


আমি সেই পথে হাটতে চাইনা,
যে পথে সত্যের গন্ধ খুঁজে পাওয়া যায় না।
যে পথ মিথ্যার নিশানা উড়ায়,
যেনো তখন মনে হয় আমি বজ্রের মত রুখে দাড়াই।

যারা সত্যকে ঢেকে রেখেছে কালো চাদরে,
আজ তারাই আছে অনেক আদরে।
তাই আমি স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য লড়ব মিথ্যার বিপক্ষে,
যেনো সকলে থাকে সত্যের ভালোবাসার পক্ষে।

আজ আমি সেই কন্ঠে কন্ঠ দিতে চাই না,
সে কন্ঠে আর স্বাধীনতার কথা বলা হয় না।
সত্যের কন্ঠ আজ ঘূর্ণিরপাকে হারিয়ে গেছে
তাই আজ শুধু স্বাধীনতার কথা ইতিহাসে বেঁচে আছে।

আমি সেই কন্ঠের বিরুদ্ধে লক্ষ্য সব সময়,
যে কন্ঠে বলে সত্যের চাপা পড়ার ভয় হয়।
তীব্র কন্ঠে বলছি, যে কন্ঠ মায়ের শেখানো বুলি,
মিথ্যার বুকে চালাবো আমি গ্রেনেডের মত নতুন দিনের গুলি।

ধুলিসাৎ করবো মিথ্যাকে,
উচু সিংহাসনে বসাবো সত্যকে।
আমি ভালোবাসিনা, চোখের মাঝে মিথ্যার দৃষ্টি
যদিও আছে সত্যের প্রতি অনেক ঝড় বৃষ্টি।

যেখানে উকি দিয়েছিলো সত্যের চাহনি।
তবে আজকেন মিথ্যার পাহাড় আর কিছু পাওয়া যায় নি।
সে স্বাধীনতা কি মিথ্যাছিলো?
তবে সে স্বাধীনতা কেন আজ মিথ্যার প্রশ্রয় দিলো?

তাই আমি সংকল্পবন্ধ ঐ অশ্রু সাগরের মাঝে
যেনো একটি সত্যের আলোর প্রদীপ সাজে।
তাই আমি মিথ্যার বিরুদ্ধে করছি যুদ্ধ ঘোষণা,
যতদিন বাঁচব, ততদিন মিথ্যাকে প্রশ্রয় দিবো না।

আজকের ভালোবাসা আমি চাইনা,
যেখানে হৃদয় ছোঁয়া ভালোবাসা পাইনা।
আমি চাই সেই ভালোবাসা,
যে ভালোবাসায় ছিলো সকলের ঐক আর জয়ের আশা।

সেই স্বাধীনতার ভালোবাসা আমাকে দাও,
না হলে এই স্বাধীনতা ইতিহাসের পাতাথেকে মুছে নাও।
হায়, সেই ভালোবাসার বিনিময়ে,
আজকের ভালোবাসা পৌছিয়েছে কি অভিনয়ে?

আজকেন স্বাধীনতা
তোমার মাঝে পরাধীনতা।
এত রক্ত, এত শ্রম, এত ইজ্জত, এত প্রাণ,
তবে কি স্বাধিীনতা আজ তোমার এই প্রতিদান।

যদি এভাবে চলে মিথ্যার দিকে,
তবে দাড়াবো আমি মিথ্যার বিরুদ্ধে রুখে।
আয় সকলে, আয় বস, মিথ্যাকে না বলি,
আয় সকলে, আয় দাড়িয়ে সত্যের নিশানা
উড়িয়ে সত্যের পথে চলি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *