সমার্থক শব্দ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সমার্থক শব্দ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সুন্দর এর সমার্থক শব্দ = চমৎকার, তাজ্জব,অভিনব, আজব, অনুপম,আশ্চর্য,অদ্ভুত,মনোরম, মনোহর, অলৌকিক,নিপুণ, সমার্থক শব্দ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
চাঁদ এর সমার্থক শব্দ = ইন্দু, শশী, চন্দ্র, হিমাংশ, নিশাকর,সুধাকর, নিশাপতি, শীতাংশু, শশধর, শশাঙ্ক, সুধাংশু
আকাশ এর সমার্থক শব্দ = আসমান, অম্বর,ইথার,নভ, অন্তরী, অভ্র, শূন্যলোক, গগন, ব্যোম, নীলিমা, খলোক, খগোল, দ্যুলোক
পৃথিবীর এর সমার্থক শব্দ = ভুবন, বসুন্ধরা, জগৎ, ধরনী, বসুধা, ধরা,মেদিনী, বিশ্ব,বসুমতী, অদিতি, ভূ, ধরনী, অবনি, পৃথ্বি

মেঘ এর সমার্থক শব্দ = জলধর,অভ্র, জলদ, বারিদ, নীরদ, ঘন, জীমূত, অম্বুবাহ, অম্বুবাহী, কাদম্বিনী,পয়োধর, পয়োদ, বারিবাহ, অম্বুধর, নীরধর।
সূর্য এর সমার্থক শব্দ = অর্ক, তপন, সবিতা, অরুণ, আফতাব, প্রভাকর,ভানু, দিবাকর,রবি,দিনপতি
নদী এর সমার্থক শব্দ = প্রবাহিনী, তটিনী,শৈবলিনী, নদনদী, তরঙ্গিণী, সমুদ্রকান্তা, দরিয়া, গাঙ
নারীর সমার্থক শব্দ = মানবী, মহিলা, রমণী, ললনা, কামিনী, স্ত্রী, ভামিনী, মেয়ে, বামা,রামা,

সমুদ্র এর সমার্থক শব্দ = ঊর্মিমালী, সাগর, জলাধিপতি, মহাসমুদ্র, উদধি, অম্বুধি, অর্ণব, নদীকান্ত, জলধি, জলধর,পারাবার, জলনিধি, সায়র, পয়োধি, অম্ভোধি ইত্যাদি।
পাহাড় এর সমার্থক শব্দ = পর্বত গিরি, নগ, শৈল, অদ্রি, মহীধর, ধরাধর, অচল, নগ,ভূধর, ক্ষিতিধর
বাতাস এর সমার্থক শব্দ = পবন,মলয়,হাওয়া,মরুৎ,অনিল,সমীর, বায়, সমীরণ, বাত,বায়ু,মরুৎ, প্রভঞ্জন, মারুত
পাখি সমার্থক শব্দ = খেচর,বিহঙ্গ, চিরিয়া,পক্ষি, খচর,বিহঙ্গম, দ্বিজ, বিহগ, খগ
আগুন এর সমার্থক শব্দ = পাবক, অগ্নি, বায়ুসখা, বিভাবসু, অনল, হুতাশন, পিঙ্গল, বৈশ্বানর, বহ্নি, সর্বভুক

ফুল এর সমার্থক শব্দ = পুষ্প, মঞ্জরি, কুসুম, রঙ্গনা, সুমন,পুষ্পক, প্রসূন
বউ এর সমার্থক শব্দ= স্ত্রী, ঘরনি, গৃহিণী, বেগম, সহধর্মিণী, গিন্নী, জায়া,পত্নী, দারা,কর্ত্রী, বিবি ,কলত্র, দারা,অর্ধাঙ্গী, জীবনসাথী
চোখ এর সমার্থক শব্দ = চক্ষু, আঁখ, লোচন, নয়না,নয়ন, নেত্র, আঁখি , অক্ষি, চর্মচক্ষু, চক্ষু, দর্শনেন্দ্রিয়
হৃদয় এর সমার্থক শব্দ = মন, হৃদয়, চিত্ত , মানসলোক ,অন্তর , হিয় , দিল , পরান , অন্তঃকরণ , অন্তরাত্মা , মনোজগৎ সমার্থক শব্দ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
রাত এর সমার্থক শব্দ = রাত্রি, রজনী, নিশি, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশা, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা।

চুল এর সমার্থক শব্দ = অলক, কেশ, কেশপাশ, শিরোজ, চুল, কুন্তল, শিবসিজ, চিকুর, কবরী
আলো এর সমার্থক শব্দ = আভা, নুর, অংশু, দীপ্তি, কিরণ, কর, আলোক, রশ্মি, বিভা, প্রভা, জ্যোতি
রাত্রি সমার্থক শব্দ = রাত, নিশিথিনী, নিশি, রজনী, যামিনী, বিভাবরী, নিশা, শর্বরী, ক্ষণদা, ত্রিযামা।
স্বামীর সমার্থক শব্দ = বর,পতি, জামাই, উত্তম, বরণীয়, অভীষ্ট, আশীর্বাদ
হাতি সমার্থক শব্দ = হস্তী, দন্তী, ইরম্মদ, করী, দ্বিপ, দন্তাবল, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দ্বিরদ, নাগ, নগজ, গজ, করেণু, পিল, রদী, রদনী

সকাল এর সমার্থক শব্দ = ঊষা, ভোর, প্রত্যুষ, প্রভাত, প্রাতঃকাল, ভোরবেলা
জীবন এর সমার্থক শব্দ = আয়ু, জান, অসু, আয়ুস্কাল।
দিন এর সমার্থক শব্দ = রোজ, বার, দিবস, দিবা, অহ, অহ্ন, দিনমান, অষ্টপ্রহর, আটপ্রহর
মন এর সমার্থক শব্দ = হৃদয়, চিত্ত , অন্তর , হিয় , দিল , পরান , অন্তঃকরণ , অন্তরাত্মা , চিত্তপট , মানসলোক , মনোজগৎ
বর এর সমার্থক শব্দ = জামাই, স্বামী, পতি, উত্তম, বরণীয়, অভীষ্ট, আশীর্বাদ

পানির সমার্থক শব্দ = বারি, নীর, জল, অম্বু, সলিল, উদক, প্রাণদ, পয়ঃ, জীবন
অন্ধকার এর সমার্থক শব্দ = আঁধার,আলোকশূন্যতা,তমিস্র, তম,নিরালোক, নিষ্প্রদীপ,আলোহীন, অমা,তমসা, তিমির, শর্বর
উপসংহার এর সমার্থক শব্দ = শেষ, ইতি, সমাপ্তি, পরিশেষ, শেষাংশ।
ভালোবাসার সমার্থক শব্দ = পিরিত, প্রণয়, প্রীতি, প্রবল, পছন্দ, পেয়ার, অনুরক্তি, অনুরাগ, আদর, স্নেহ, মমতা
গাছ এর সমার্থক শব্দ = বৃক্ষ, উদ্ভিদ, মহিরুহ,দ্রুম, তরু, শাখী, পল্লবী, গাছপালা

ভালো এর সমার্থক শব্দ = উত্তম, সেরা,অতুলনীয়, প্রকৃষ্ট, উৎকৃষ্ট, প্রধান, শ্রেষ্ঠ, সরস, সর্বশ্রেষ্ঠ, অতুল, অগ্রণী
বন্ধু সমার্থক শব্দ = সুহৃদ, সখা, স্বজন,বান্ধব, মিত্র, দোস্ত, প্রিয়জন
মাটির সমার্থক শব্দ = মৃত্তিকা, জমি, ভূতল,কবর,পণ্ড,আশ্রয়, ভূসম্পত্তি, ভূমি, খাক
আনন্দ এর সমার্থক শব্দ = হাসি, উৎফুল্লতা,উচ্ছ্বাস, প্রসন্নতা,আহ্লাদ, আমোদ, উদ্ভাস, উল্লাস, ফুর্তি, খুশি, মজা, হরষ, হর্ষ,পুলক, সন্তোষ,সুখ, প্রফুল্লতা, ফুর্তি, পরিতোষ, প্রমোদ, তুষ্টি
মুখ এর সমার্থক শব্দ = বদন ,আনন,মুখগহ্বর ,মুখমণ্ডল,মর্যাদা, মোহনা , প্রবেশপথ
পর্বত এর সমার্থক শব্দ = মহীধর,অদ্রি,শৈল, গিরি, পাহাড়, ভূধর, নাগ, ক্ষিতিধর।

জায়া শব্দের সমার্থক শব্দ = গিন্নী, গৃহিণী, পত্নী, বউ, বেগম, সহধর্মিণী, স্ত্রী, জায়া, দারা,কর্ত্রী, বিবি
পাথর এর সমার্থক শব্দ = শিলা, কাঁকর,শিল,উপল, প্রস্তর, পাষাণ,কঙ্কর
কপাল এর সমার্থক শব্দ = অলীক, নিয়তি, ললাট, নসিব, ভাল, অদৃষ্ট, ভাগ্য
হাত এর সমার্থক শব্দ = হস্ত, কর, বাহু, ভুজ, পাণি,
বাড়ি সমার্থক শব্দ = গৃহ, ভবন, ঘর, আবাস, আলয়, সদন, গেহ, নিকেতন, বাটি, নিলয়
নতুন এর সমার্থক শব্দ = নবীন, তাজা, নব্য,আনকোরা, আধুনিক, সদ্যোজাত, অধুনা, নব, নয়া

প্রকাশ সমার্থক শব্দ = ব্যক্ত করা ,উদয়,জাহির
প্রিয় এর সমার্থক শব্দ = প্রিয়জন, বান্ধব, সুহৃদ, সখা, স্বজন, মিত্র,দোস্ত
তীর এর সমার্থক শব্দ = কিনারা, কূল, তীর, সৈকত, ধার, তট, তটভূমি, পার, তীরভাগ, বালুবেলা, পাড়
শরীর সমার্থক শব্দ = দেহ,অঙ্গ,কায়া,আকৃতি,শরীর,গা, গাত্র, গতর, কায়,অবয়ব,তনু, বপু, কলেবর

বোন এর সমার্থক শব্দ = বহিন, ভগ্নী, ভগিনী, সহোদরা, বইন
মেয়ে সমার্থক শব্দ = কন্যা, মেয়ে, তনয়া, কুমারী, তনুজা, নন্দিনী, ঝি, দুহিতা, দারিকা, বেটি
নৌকার সমার্থক শব্দ = নাও, তরী, জলযান , তরি, নৌ , তরনী ,
স্ত্রী এর সমার্থক শব্দ = ঘরনি, গৃহিণী, বেগম, সহধর্মিণী, গিন্নী, স্ত্রী, জায়া,পত্নী, দারা,কর্ত্রী, বিবি ,কলত্র, দারা,অর্ধাঙ্গী, জীবনসাথী। সমার্থক শব্দ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *