সশরীরে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জাককানইবি

সশরীরে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জাককানইবি

আশিক আরেফীন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনলাইনে নেওয়ার পরিবর্তে সরাসরি গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ৩০ তম একাডেমিক কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান সভায় সভাপতিত্বে আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।

স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা নেয়ার দাবি জাককানইবি ছাত্রলীগের

১. বিশ্ববিদ্যালয়ের যেসকল বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর অনুষ্ঠিত পরীক্ষা স্থগিত রয়েছে তা দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত করা।

২. এছাড়া সেমিস্টার ফি মওকুফ এর বিষয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত নেয়া হয়নি তবে অর্থ কমিটির সভায় এজেন্ডা হিসেবে রাখা হয়েছে বিষয়টি বলে জানান রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *