সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে বশেফমুবিপ্রবি উপাচার্যের শোক

সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে বশেফমুবিপ্রবি উপাচার্যের শোক

মঞ্জুরুল ইসলাম আকন্দ
বশেফমুবিপ্রবি প্রতিনিধি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ ‘একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক রাহাত খানের’ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর ইস্কাটনের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে কথাশিল্পী রাহাত খান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।) তার বয়স হয়েছিল ৮১ বছর।

রাহাত খান দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।

প্রবীণ এই সাংবাদিক দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৩ সালে তার সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক বর্তমান।

রাহাত খান ১৯৯৬ সালে একুশে পদক ও ১৯৭৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *