মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ন

সাহেব এবং চাকর

  • আপডেট টাইম রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯, ১২.২৫ পিএম

সাহেব এবং চাকর
মোঃ আলমগীর হোসেন



দেখতে অনেক সাহেব আছে,
মনটা তাদের সাহেব না;
মনের ভিতর ময়লা থাকে,
ভীষণ ময়লার আস্তানা।

তাদের বাড়ির ম্যাম সাহেবা
ঘরের কাজের মেয়েকে
অত্যাচারের চরম সীমায়
হত্যা করে অনেকে।

সাহেব সাথে রাতে মাতে,
পূরণ করে কামনা;
শিক্ষিত সাহেবের কাছে
কেউ তা আশা করে না।

কার দরবারে চাইবে বিচার?
দরজা থাকে আটকানো!
দাস প্রথাকে হার মানিয়ে
এমনটা হচ্ছে কেনো?

ম্যাডামের দুই ছেলে মেয়ে,
বয়স হবে পাঁচ-ছয়;
তারাও তো বাঘের বাচ্চা,
অত্যাচারী কম নয়!

তুই তোকারি, কাজের ছুড়ি,
আচরণ খুব খিটখিটে;
আরো অনেক গোপন কথা,
মানবতা সংকটে!

বাড়ির ভিতর পোষে কুকুর,
গোশত ছাড়া খায় না;
অথচ কাজের মেয়েকে
হাড্ডিটাও দেয় না।

হায়রে সাহেব! হায়রে ম্যাডাম!
কেমন বিদ্যা শিখেছো?
পিতা-মাতার নিকট থেকে
কি শিক্ষাটা পেয়েছো?

তোমার সাহেব চাকরি করে,
চাকর তো সেও বটে!
ছোট চাকর! বড় চাকর!
ব্যবধান তো নাই মোটে।

তুমিও চাকরের মেয়ে,
ভুলেছো সেই কথা?
রাজ রাণীও চাকর বটে,
ভেবে তা দেখো যথা।

চাকর ছাড়া কে আছে আর?
অহমিকা ভালো না।
দেখতে অনেক সাহেব আছে,
মনটা তাদের সাহেব না।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today