সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে চবি শিক্ষার্থীসহ আহত ২

সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে চবি শিক্ষার্থীসহ আহত ২

চবি টুডে


মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই জন আহত। আজ মঙ্গলবার দুপুরে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নুর মোহাম্মদ সুমন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে ঘটয়নায় আহত আরমান রবি-এয়ারটেলের সেলসম্যান । নুর মোহাম্মদ সুমনের হাতে ফ্রেকচার হওয়ার সম্ভাবনায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জানা যায়, জিরো পয়েন্ট থেকে শিক্ষার্থী বহনকারী একটি সিএনজি চালিত অটোরিকশা কলা ঝুপড়ির দিকে যাচ্ছিল এবং রবি-এয়ারটেলের স্যালসম্যান আরমান লেডিস ঝুপড়ি থেকে মোটরসাইকেল যোগে জয় বাংলা চত্ত্বর অভিমুখে আসছিল। এ সময় আটোরিকশাটি জয় বাংলা চত্বরের সামনে আসলে মোটরসাইকেলটি এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. সান্তনু মহাজন জানান, আহতদের মধ্যে একজনের হাতে ফ্রেকচার হওয়ার সম্ভাবনা আছে। তাই এক্স-রে ও চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *