ক্যাম্পাস টুডে ডেস্ক
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের নিচে কাটা পড়ে স্থানীয় জরিনা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত জরিনা ধোপাকান্দি গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী।
শনিবার বিকাল ৪ টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি খুলনা থেকে ঢাকাগামী চিত্রা আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়েন।
ট্রেনের নিচে কাটা বিষয়ে রেলওয়ের জামতৈল স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি শনিবার বিকেলে ঈশ্বরদী-ঢাকা রেল পথের আলোকদিয়া রেল ব্রিজের কাছে অতিক্রম করার ওই বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর তার পরিবারের সদস্যরা খবর পেয়ে লাশ উদ্ধার করে।
জিআরপি থানার উপ-পরিদর্শক রঞ্জন বিশ্বাস বলেন, “ওই দুর্ঘটনার সংবাদ পুলিশকে জানানো হয়নি।”
সংবাদটি শেয়ার করুন