সীমান্তে দুই বাংলার মানুষ, তবুও ছুঁয়ে দেখা হলো না
সারাদেশ টুডেঃ- দুই প্রান্তে অসংখ্য মানুষের ভিড়মাঝখানে কাঁটাতারের বড় বড় বেড়া। এ যেন হাট বসেছে। পরস্পরের উপহার সামগ্রী বিনিময় হচ্ছে । এই ভিড়ে স্বজনদের একটি মাত্র ঝলক পেতে সকলের দৃষ্টি হুড়মুড় করেএওঠে।লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর সীমান্তে ২৮ অক্টোবর সোমবার সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত এমন দৃশ্যই দেখা যায় ।
আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে জড়ো হয় বাংলাদেশ ও ভারত থেকে আসা শত শত মানুষ এই মিলনমেলায় । দীর্ঘদিন পর দেখা-সাক্ষাত হওয়ায় এ সময় অনেককেই কান্না করতেও দেখা যায়। এমনকি এসব মানুষ পরিবার-সংসার নিয়েও আলোচনায় মেতে ওঠে ।
সীমান্তে প্রত্যেক বছর কালীপূজা উপলক্ষে দুই বাংলার মানুষ সমবেত হন এই মিলনমেলায়।স্বাধীনতার পর থেকেই এটা চলে আসছে । শুধুমাত্র এই দিনটির জন্যই অপেক্ষা করেন পাসপোর্ট করতে সামর্থ্যহীন লোকজন ।এই মিলনমেলায় সমবেত হন লালমনিরহাটসহ আশপাশের জেলাগুলোর বিভিন্ন স্থান থেকে এবং ভারতের কোচবিহার ও আশপাশের জেলাগুলো থেকে বাংলাভাষী লোকজন। লোকে-লোকারণ্য হয়ে ওঠে নদীর তীর। শুধু স্বজনদের এক ঝলক পেয়ে কান্নার শব্দ দূর থেকে শোনা যায় ।