সুনামগঞ্জে তিন কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক

News Editor Avatar

ক্যাটাগরি :

সারাদেশ টুডেঃ- জেলা গোয়েন্দা পুলিশ সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকার এনা পরিবহনের কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে । মাদক কারবারি (আটককৃত) ব্যক্তির নাম মো. ইসমাইল হোসেন । সে দোয়ারাবাজার উপজেলার মাঠগাঁও গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। ২৯ অক্টোবর মঙ্গলবার বিকালে জেলা শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।

তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করে।মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান মো. আমিনুল ইসলাম (জেলা গোয়েন্দা পুলিশের মিডিয়া উইয়িংয়ের এস আই) । এ ব্যাপারে কাজি মোক্তাদির হোসেন চৌধুরী (ডিবির ওসি ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet