শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:৪৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে দুই পক্ষের সংর্ঘষে নারীসহ ২০ জন আহত, আটক ৫

  • আপডেট টাইম রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০, ১.১৩ এএম
সুনামগঞ্জে দুই পক্ষের সংর্ঘষে নারীসহ ২০ জন আহত
প্রতীকী ছবি

ক্যাম্পাস টুডে ডেস্ক


আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত হয়েছেন খেলন মিয়া, খুদেজা বেগম ও রাজন মিয়া। গুরুতর আহত সবাইকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউপির নয়নগর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনায় ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।

জানা যায়, এদিন বিকেলে নয়নগর গ্রামের কাদির মিয়া-আজগর আলীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় ‘অস্ত্রশস্ত্র’ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন। সংঘর্ষের সময় একপক্ষ অপরপক্ষের বাড়িঘরে হামলা-পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today