সুন্দরবনের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রীন ভয়েসের প্রতিবাদী মানববন্ধন

সুন্দরবনের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রীন ভয়েসের প্রতিবাদী মানববন্ধন

জ্বলছে সুন্দরবন রুখবে কে? এই স্লোগানকে কণ্ঠে তুলে আজ সোমবার (০৬ মে) সকাল ১১ টায় বাংলাদেশের পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস সম্প্রতি অগ্নিদগ্ধ সুন্দরবন রক্ষার দাবিতে খুলনা প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে।

গ্রীন ভয়েস খুলনা বিভাগ কর্তৃক আয়োজিত প্রায় অর্ধশতাধিক অংশগ্রহণকারীর উপস্থিতির এই মানববন্ধনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট বাবুল হাওলাদার, সমন্বয়ক, বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলন (বাপা) খুলনা জেলা। সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস খুলনা বিভাগের সমন্বয়ক আরিফুর রহমান।

আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক শাকিল কবির, রাজশাহী বিভাগের সহ সমন্বয়ক রাইসুল ইসলাম নোমান, বরিশাল বিভাগের সহ সমন্বয়ক আলী আহসান, স্বপন মাহমুদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, গ্রীন ভয়েস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ শাখার সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা সুন্দরবনের চলমান অগ্নিকাণ্ড নিয়ে বিক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে প্রতিবাদী বক্তব্য রাখেন নাজমুল তারেক তুষার, নির্বাহী সদস্য, বাপা খুলনা জেলা, কবি ও গবেষক সৈয়দ আলী হাকিম, শেখ মোঃ নাসির উদ্দিন, খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান, খুলনা। মানববন্ধনটির সঞ্চালনা করেন সোহানুর রহমান সোহান, সহ সমন্বয়ক, গ্রীন ভয়েস- খুলনা বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *