সুন্দরবনে বাঘের মুখে ‘প্লাস্টিক’ পানির বোতল!

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : , ,
সুন্দরবনে বাঘের মুখে 'প্লাস্টিক' পানির বোতল!

ক্যাম্পাস টুডে ডেস্ক


যত্রতত্র প্লাস্টিকের বোতল বা মোড়ক ফেলা নিয়ে সমালোচনার শেষ নেই। সুন্দরবনে একটি রয়েল বেঙ্গল টাইগার প্লাস্টিকের পানির বোতল মুখে দাঁড়িয়ে আছে।

সুন্দরবনের ভারত অংশ থেকে ছবিটি তুলেছেন হার্স সনি। সম্প্রতি এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

২৭ ডিসেম্বর, শুক্রবার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। সচেতন মহলে ছবিটি বেশ নাড়া দেয়। অনেকে এটি শেয়ার করেন।

ছবির ক্যাপশনে প্লাস্টিক ব্যবহার বন্ধে এখনই তৎপর হওয়ার আহ্বান জানান হয়। তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet