সেরা প্রতিবেদকদের পুরষ্কৃত করলো রাবি রিপোর্টার্স ইউনিটি

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :
রাবি রিপোর্টার্স ইউনিটি

রাবি প্রতিনিধি


রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) পক্ষ থেকে মাস সেরা প্রতিবেদক পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে রাকসু ভবনে সংগঠনটির নিজ কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ডেইলি ইভেন্ট কভার এবং সাংগঠনিক সক্রিয়তা ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছেন দৈনিক বার্তা’র আশিক ইসলাম ও রাজশাহী সংবাদ’র শাহিনুর খালিদ। অপরদিকে উদীয়মান সাংবাদিক ক্যাটাগরিতে অমৃতবাজার পত্রিকা’র মিনহাজ আবেদীন ও দেশ সংবাদ’র তানভীর আহুেমদ পুরষ্কার পেয়েছেন।

পুরষ্কার তুলে দেন যমুনা টিভির রাজশাহী ব্যুরো শিবলী নোমান, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরাফাত রাহমান ও সাধারণ সম্পাদক রিজভী আহমেদসহ সাবেক সিনিয়র সদস্যরা।

এর আগে, সাংবাদিকতায় আগ্রহী নবীন শিক্ষার্থীদের নিয়ে পিকনিক আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে আরো ছিলো ম্যাজিক বক্স, বালিশ পাচার ও টিপ পড়ানো খেলা। এসময় বিভিন্ন বিভাগের ও বর্ষের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds