সৌদি আরবে ঈদের নামাজও বাড়িতে পড়ার আহ্বান

সৌদি আরবে ঈদের নামাজও বাড়িতে পড়ার আহ্বান

আন্তর্জাতিক টুডে


প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তার রোধে সৌদি আরবে ঈদের নামাজও ঘরে আদায় করার আহ্বান জানানো হয়েছে। এর আগে দেশটিতে আসন্ন রমজানে তারাবি নামাজ বাড়িতে আদায় করতে বলা হয়।- খবর আরব নিউজ।

গতকাল শুক্রবার দেশটির গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল আল-শেখ এ আহ্বান জানান।

দেশটির শীর্ষ ধর্মীয় নেতা শেখ আবদুল আজিজ বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে মসজিদে রমজানের তারাবি আদায় সম্ভব না হলে তা বাড়িতে আদায় করা যেতে পারে। ঈদের নামাজের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

পবিত্র মদিনায় মসজিদে নববিতে ইফতার বিতরণের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পবিত্র হজ নিয়েও এবার অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শুক্রবার পর্যন্ত করোনা ভাইরাসে সৌদি আরবে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৩৮০ এবং মৃত্যু হয়েছে ৮৩ জনের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *