স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :
বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

সারাদেশ টুডে


বাসের ধাক্কায় আব্দুর রহমান আবুল (৪৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। ২৫ জানিয়ারি, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুর রহিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক আব্দুর রহমান উপজেলার পাইকড় মুন্সীপাড়ার আবুল কাশেমের ছেলে। তিনি বগুড়ার কাহালু উপজেলার বিনোদ-কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

ঘটনাস্থল থেকে বাসসহ চালকে আটক করেছে পুলিশ। বাস চালকের নাম বজলুর রহমানকে (৪২) । বাস চালক বজলুর বগুড়া সদর উপজেলার ছোট কুমিড়া এলাকার আব্দুল খালেকের ছেলে।

বিষটি নিশ্চিত করেছেন কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা। তিনি জানান, শিক্ষক আব্দুর রহমান নিজ বাড়ি থেকে মটরসাইকেলে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে নওগাঁগামী (সিলেট-ব-৪৪৪৪) বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds