স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি : ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেশন জট খুলবে কবে?

চবি প্রতিনিধি


স্বাস্থ্যবিধি মেনে শীঘ্রই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের অসমাপ্ত পরীক্ষাসমূহ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষাকালীন সময়ে আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষায় অংশ নিবেন৷
আজ (১৫ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।
এ সময় তিনি বলেন, করোনার কারণে আটকে থাকা পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে গ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, এ বিষয়ে উপাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এসময় আবাসিক হলগুলো বন্ধ থাকবে। বিভাগীয় সভাপতিরা আলোচনা করে সুবিধামতো সময়ে পরীক্ষার রুটিন দিবেন। আর যে সকল বিভাগের পরিক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছিল কিন্তু করোনা পরীক্ষা হয়নি, সে সকল বিভাগের পরীক্ষা ক্রমানয়ে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে।

শেষে বলেন, এসময় ভর্তি পরীক্ষা নিয়েও কথা হয়েছে। স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাও সশরীরেই হবে। এ বিষয়ে সবাই একমত হয়েছেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত এইচএসসির ফলাফল প্রকাশের পর জানাবে কেন্দ্রীয় ভর্তি কমিটি।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds