চবি প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা খান তানভীর ওসমান শোভন।
গতকাল (শুক্রবার ) সকালে ৯টার দিকে অটোরিকশাযোগে বাসায় ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার এসআই আব্দুল মোমিন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।এছড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘ক্যাম্পাস শাখা’ ছাত্রলীগের সভাপতি ছিলেন।
নিহত শোভনের বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক প্রয়াত খান তৌহিদ ওসমান।তিন মাস আগে গতবছরের ২৮অক্টোবর বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।