হাঁটু গেড়ে সংহতি জানালেন জাস্টিন ট্রুডো

হাঁটু গেড়ে সংহতি জানালেন জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক টুডেঃ বর্ণবৈষম্যে নিয়ে পুরো যুক্তরাষ্ট্র যখন বিক্ষোভে তখন তাদের পাশে কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

যুক্তরাষ্ট্রের পুলিশি হেফাজতে কৃষাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যা ও বিশ্বজুড়ে বর্ণবৈষম্যের প্রতিবাদে কানাডায় আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনই খবর প্রকাশ করেছেন সিএনএন।

শুক্রবার (৫ জুন) রাজধানী অটোয়ায় পার্লামেন্ট হিলের বিক্ষোভে কালো মাস্ক পরে হাজির হন তিনি। হাটু গেড়ে বিক্ষোভকারীদের সাথে সম্মান জানান মৃত জর্জ ফ্লয়েডের প্রতি।

প্রতিবেদনে বলা হয়েছে, জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রসহ এখনো প্রতিবাদ চলছে পুরো বিশ্বে। বিক্ষোভ অব্যাহত আছে কানাডা, ব্রাজিলসহ ইউরোপের দেশগুলোতে।
কারফিউ ভেঙে নিউইয়র্ক সিটি জুড়ে রাতের বেলা বিক্ষোভ করেন মার্কিন জনগণ। তবে শন্তিপূর্ণভাবে চলে বিক্ষোভ। এদিন বিক্ষোভকারিদের হটাতে পুলিশি তৎপরতা ছিল খুবই কম। টেক্সাস সিটিতে রেপার বন বি এর উদ্যোগে জর্জ ফ্লয়েড স্মরণে আয়োজন করা হয়ে অনেক বড় সমাবেশের। মিশিগানে বিক্ষোভকারীদের সাথে যোগ দেন শহরটির পুলিশ সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *